পূর্বধলায় পানিবন্দী মানুষের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ - web.purbakantho

শিরোনাম :

পূর্বধলায় পানিবন্দী মানুষের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

শফিকুল আলম শাহীন:  ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিবন্দী নেত্রকোনার পূর্বধলায় ৫০টি পরিবারের মাঝে সেনাবাহিনীর উদ্যোগে শুকনা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার বিকেলে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামের আশ্রয়ণ প্রক্ল্প ও এর আশপাশের  পানিবন্দি ৫০টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্ন্যমে নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনীর মেজর জিসানুল হায়দার ।



তিনি জানান, গত কয়েকদিন ধরে অব্যাহত বর্ষণে আশ্রয়ণ প্রকল্পের নয়টি পরিবারসহ আশে পাশের এলাকা প্লাবিত হয়ে পানির নিচে তলিয়ে যাওয়ার সংবাদ পেয়ে পূর্বধলা আর্মি ক্যাম্প হতে টহল ঘটনাস্থল পরিদর্শন করে। 

পরে শনিবার বিকেলে নেত্রকোনা সদর আর্মি ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল নূর-ই আহমেদ আল-শাফী, এসইউপি, পিএসসি ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পানি বন্দী ৫০টি পরিবারের প্রত্যেককের মাঝে ৫ কেজি করে চাউল, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ৩ প্যাকেট বিস্কুট, ১ কেজি গুড়, ৫ টি মোমবাতি, ১ টি ম্যাচ ও ৫ লিটার করে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।



মেজর জিসানুল হায়দার আরও জানান, চলমান দূর্যোগ পরিস্থিতিতে সকল সেনা ক্যাম্প হতে দায়িত্বপূর্ন এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসন এর সাথে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে । যে কোনো প্রয়োজনে জরুরী সহায়তা প্রদান করা হবে।

এ দিকে পানি উন্নয়ন বোর্ডের সূত্র বলছে, গত ২৪ ঘন্টায় নেত্রকোনার জারিয়া-ঝানজাইল পয়েন্টে ২৫০ মিলিমিটার ও দুর্গাপুর পয়েন্ট ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন