শফিকুল আলম শাহীন : গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার পূর্বধলায় কংস নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হুমকীর মুখে আছে নদী তীরবর্তী গ্রামসহ দামপাড়া পানি ব্যবস্থাপনা প্রকল্পের বেড়িবাঁধ। যে কোন সময় বিশাল বাধটি ভেঙ্গে বন্যার পানিতে তলিয়ে যেতে পারে ওই বেড়িবাধের নিয়ন্ত্রনাধীন নেত্রকোনার পূর্বধলা ও ময়মনসিংহের ফুলপুর এবং তারাকান্দা উপজেলার ঘরবাড়িসহ ফসলের মাঠ।
আজ রবিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাধের পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের খাটুয়ারি, লেটিরকান্দা, গাঙ্গেরভেড়া, শুনাইকান্দা, কাপাশিয়া, গিরিয়াসা, কোচখালী ও ঘাগড়া বাজার, জারিয়া ইউনিয়নের নাটেরকোনা, ধলামূলগাঁও ইউনিয়নের দেবকান্দা এবং চরেরভিটা এলাকায় স্থানে স্থানে বাধটি তলিয়ে গেছে আবার কোথাও কোথাও তলিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। যেকোন সময় তা ভেঙ্গে প্লাবিত হতে পারে বিশাল এলাকা।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান জানান,কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে নেত্রকোনার কংস নদের পানি জারিয়া পয়েন্টে বিপদ সীমার ১৫ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়িবাধ এলাকার তিনটি ইউনিয়নের ১২টি গ্রামে স্থানে স্থানে বাধটি তলিয়ে যাওয়ার খবর পেয়ে রবিবার দিনভর পানি উন্নয়ন বোর্ডের লোকজন, জারিয়া আনসার ক্যাম্পের আনসার বাহিনী ও স্থানীয়রা মাটি কেটে ও বালির বস্তা ফেলে পানি নিয়ন্ত্রনের চেষ্টা করছে।
গত ২৪ ঘন্টায় নেত্রকোনার জারিয়া-ঝানজাইল পয়েন্টে ৩১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কংস নদীর পানি অপরিবর্তিত রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করি পানি আর বাড়বে না ও বাধের তেমন ক্ষতি হবে না।


Translate
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন