দুর্গাপুরে পানিবন্দী মানুষের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ - web.purbakantho

শিরোনাম :

দুর্গাপুরে পানিবন্দী মানুষের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর : ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার নদী তীরবর্তী গ্রামগুলোতে প্রবেশ করেছে ঢলের পানি। ওই পানিতে উপজেলার কুল্লাগড়া, গাঁওকান্দিয়া, চন্ডিগড় ও কাকৈরগড়া ইউনিয়নের প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।, এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। 

শনিবার বিকেলে পানিবন্দি এলাকা পরিদর্শন করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।, এ সময় তিনি উপজেলার কাঁকৈরগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন।, পরে রামবাড়ী গ্রামে শতাধিক মানুষের মাঝে শুকনা খাবার, ‘চাউল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।, 



ত্রাণ বিতরণের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার প্রমুখ।,



দুর্গাপুরে সোমেশ্বরী ও কংস নদীর পানি বৃদ্ধি পেলেও এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।, পানি উন্নয়ন বোর্ডের সূত্র বলছে, গত ২৪ ঘন্টায় নেত্রকোনার জারিয়া-ঝানজাইল পয়েন্টে ২৫০ মিলিমিটার ও দুর্গাপুর পয়েন্ট ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’, 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন