পূর্বধলায় তিন নারীসহ চার মাদক ব্যবসায়ী আটক - web.purbakantho

শিরোনাম :

পূর্বধলায় তিন নারীসহ চার মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনার পূর্বধলায় ভারতীয় মদসহ তামান্না লিজা (২৩), কনক আক্তার (২৯), লাইলা আক্তার (২৩) নামের তিন নারী ও রেজাউল করিম (২৭) নামের অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।

গত শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলা সদরের ছোট ইলাশপুর এলাকার লাল মিয়ার বাজার নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।



আটককৃত তামান্না লিজা ও রেজাউল করিমের বাড়ি উপজেলার নারায়নডহর গ্রামে, কনক আক্তারের বাড়ি বারহাট্টা উপজেলার পশ্চিম ছালিপুর গ্রামে ও লাইলা আক্তারের বাড়ি গাজীপুরের মাওনা এলাকায়।

পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শওকত আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ছোট ইলাশপুর এলাকার লাল মিয়ার বাজার নামক  স্থানে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ২৬ বোতল ভারতীয় মদসহ তাদেরকে আটক করে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন