পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত - web.purbakantho

শিরোনাম :

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

‘‘শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। 

উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ উপলক্ষে শনিবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু বকর সিদ্দিক, পূর্বধলা হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মো. মফিজ উদ্দিন ফকির, পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মো. হাবিবুর রহমান, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসারী বেগম পান্না প্রমুখ। এ  উপলক্ষে স্ব-রচিত কবিতা পাঠ করেন কবি খোরশেদ আলী তালুকদার।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন