শফিকুল ইসলাম মিন্টু,গৌরীপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুরে ফাতেমা খাতুন (৪০) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামে স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।, নিহত গৃহবধু হিম্মতনগর গ্রামের উজ্জল মিয়ার স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফাতেমা খাতুনের বাবার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। প্রায় দশ বছর আগে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের নেকবর আলীর ছেলে উজ্জল মিয়ার সাথে ফাতেমার বিয়ে হয়।, তাদের সংসারে কোন সন্তান ছিল না।, সম্প্রতি উজ্জল মিয়া দ্বিতীয় বিয়ে করেন।, মঙ্গলবার রাতে ফাতেমা খাতুন পরিবারের সাথে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান।, তার স্বামী উজ্জল মিয়া দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুমান আলাদা ঘরে।,
বুধবার সকালে ফাতেমার ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে।, কিন্তু কোন সাড়া-শব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখে ঘরের ধর্ণায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া ফাতেমার লাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার পূর্বকন্ঠকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।, অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।,'


Translate
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন