পূর্বধলায় সাবেক এমপি ডা. মোহাম্মদ আলীর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত - web.purbakantho

শিরোনাম :

পূর্বধলায় সাবেক এমপি ডা. মোহাম্মদ আলীর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

নেত্রকোণার পূর্বধলায় জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত তিন বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডা. মোহাম্মদ আলীর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার পূর্বধলা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।, এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, প্রয়াত ডা. মোহাম্মদ আলীর সহধর্মীনী অধ্যক্ষ রাবেয়া আলী। 

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. বাবুল আলম তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোণা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু। 

সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. রুহুল আমিন ফকির, আনোয়ারুল ইসলাম আনার, ইশতিয়াক আহমেদ বাবু, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সোহেল, উপজেলা সেচ্ছা সেবক দলের সাবেক আহবায়ক মোঃ আশরাফ হোসেন তাং, ৮নং বিশকাকুনী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আতিকুর রহমান রনক প্রমুখ।, 

সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সেলিম উদ্দিন। আলোচনা শুরুর পূর্বে সাবেক এমপি মরহুম ডা. মোহাম্মদ আলীর কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।,

উল্লেখ্য ডা. মোহাম্মদ আলী ১৬১, নেত্রকোণা ৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিনবারের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১২ সালের ৩ অক্টোবর বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেন।,   


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন