পূর্বধলায় জামায়াতের নেতাকর্মীদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ - web.purbakantho

শিরোনাম :

পূর্বধলায় জামায়াতের নেতাকর্মীদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ

শফিকুল আলম শাহীন : নেত্রকোনার পূর্বধলায় পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে নাটেরকোণা এলাকায় ভেঙ্গে যাওয়া বেড়িবাধের অংশে স্বেচ্ছাশ্রমের বাঁশের সাঁকো নির্মাণ করেছে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা। এতে যোগাযোগ বিচ্ছিন্ন ৬টি গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হয়েছে।,

স্থানীয়রা জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে গত রবিবার বিকেলে উপজেলার দামপাড়া পানি ব্যবস্থাপনা প্রকল্পের বেড়িবাধটি নাটেরকোণা এলাকায় ভেঙ্গে যায়। এতে উপজেলার জারিয়া, ঘাগড়া ও ধলামূলগাঁও ইউনিয়নের ১৮টি গ্রাম প্লাবিত হয়ে পড়ে।, জেলা ও উপজেলা সদরসহ সারাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন ঐ এলাকার ৬টি গ্রামের হাজারো মানুষ। 



নেত্রকোনা জেলা জামায়াতে সেক্রেটারী মাসুম মোস্তফা বলেন, স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা চিন্তা করে দলীয় নেতৃবৃন্দদের নিয়ে বুধবার দিনভর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সাঁকোটি নির্মাণ করা হয়েছে। 

স্থানীয় নাটেরকোণা গ্রামের বাসিন্দা মো. আব্দুল কাদির বলেন, বাঁধে ভাঙ্গণের কারণে এই এলাকার ৬টি গ্রামের লোকজনের পারাপারে ভীষণ সমস্যা হচ্ছিল। ‘এখন বাঁশের সাঁকো নির্মাণ হওয়ায় মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হয়েছে।, 



এন. জারিয়া ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী নাটেরকোনা গ্রামের সুরাইয়া আক্তার বলেন, বাঁধ ভেঙ্গে যাওয়ায় আমাদের চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এখন বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে পারছি। 

উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান বলেন, ‘পানির স্রোত কমলে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাঁধটি মেরামত করা হবে।,’ 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন