খানা-খন্দে ভরা সড়ক, দুর্ভোগে সাধারণ মানুষ - web.purbakantho

শিরোনাম :

খানা-খন্দে ভরা সড়ক, দুর্ভোগে সাধারণ মানুষ

এ কে এম আব্দুল্লাহ,  নেত্রকোনা :  সড়কের চার ভাগের তিন ভাগ সড়ক খানা-খন্দে ভরা, বাকী এক ভাগও জরাজীর্ণ! খানা-খন্দে পানি জমে চলাচলে তৈরি হয়েছে চরম দুর্ভোগ। এছাড়াও রয়েছ ঝুঁকিপূর্ণ ১টি ব্রিজ ও ৩টি বক্স কালভার্ট। এ চিত্র নেত্রকোনার মদন উপজেলা সদর হতে ফতেপুর সড়কের।

ফলে দুর্ভোগ পোহাচ্ছেন মদন পৌরসভার ৫ নং ওয়ার্ড ও মদন, তিয়শ্রী,ফতেপুর ইউনিয়নের ২৬ টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ । এইসব এলাকায় কেউ অসুস্থ হলে হাসপাতালে পৌঁছাতে রীতিমতো যুদ্ধ করে যেতে হয়। ২০০১ সালের পর মাত্র একবার সড়কের সংস্কার কাজ হলেও তিন মাসও টিকেনি।

এ সড়কে মোটরসাইকেল,ব্যাটারি চালিত অটো রিকশা,সিএনজি, ট্রলি  ইত্যাদি যানবাহন চালিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদের একজন ফুলমিয়া বলেন, আমরা অসহায়,জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চালাতে হচ্ছে, প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।, 

ফতেপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা মামশাদ মদন সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলেন,মদন উপজেলা সদরে আমাদেরকে স্কুল কলেজে ও বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে হয়। দীর্ঘদিন সংস্কার কাজ না হওয়ায় আমরা যেমন ভোগান্তি পোহাচ্ছি তেমনি বৈষম্যেরও স্বীকার হচ্ছি।, এছাড়া দিতেহচ্ছে বাড়তি ভাড়া।,



ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার শফি জানান, দীর্ঘ ১৭ বছরেও এই  গুরুত্বপূর্ণ সড়কটির কোনো সংস্কার কাজ হয়নি।আমাদের ফতেপুর ইউনিয়নের  ২০ হাজারেরও বেশি মানুষ এই ঝুঁকিপূর্ণ সড়ক দিয়েই যাতায়াত করতে হয়।সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আগেও অনেকবার জানিয়েছি ,কিন্তু আমলে নেওয়া হয়নি। আবারো সম্পূর্ণ রাস্তা সংস্কারের জোর দাবি জানাচ্ছি।,

মদন ইউনিয়নের বিশিষ্ট নাগরিক,সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ বলেন,মদন কলেজ মোড় হতে ফতেপুর পর্যন্ত রাস্তার এই করুণ অবস্থা দ্রুত সমাধান না হলে জনদুর্ভোগ আরো বাড়বে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়া,যাতে স্থানীয় জনগণের চলাচল নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় হয়।, 



রাস্তাটির গুরুত্ব ও জনদুর্ভোগের  কথা তুলে ধরলে  মদন উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল জানান, প্রাক্কলন ব্যায় তৈরি করেছি।, আগামী মিটিংয়ে তা উপস্থাপন করব। 

মদন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়া জানান, ১৪ কিলোমিটার সড়কের মধ্যে ৪ কিলোমিটার সড়কের প্রস্তাব প্রেরণ করেছি।, অনুমোদন সাপেক্ষে দ্রুত কাজ শুরু করব।,


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন