পূর্বধলায় কমতে শুরু করেছে বন্যার পানি, বেড়েছে দুর্ভোগ - web.purbakantho

শিরোনাম :

পূর্বধলায় কমতে শুরু করেছে বন্যার পানি, বেড়েছে দুর্ভোগ

শফিকুল আলম শাহীন : ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যানিয়ন্ত্রণ বেড়িবাধ ভেঙ্গে ইতোমধ্যে নেত্রকোনার পূর্বধলা উপজেলার তিনটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। তবে সোমবার থেকে বন্যার পানি কিছুটা কমলেও বেড়েছে মানুষের দুর্ভোগ ।

বন্যাকবলিত এলাকাগুলোতে  সরকারি- বেসরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে । বন্যায় রাস্তাঘাট ডুবে থাকায় যাতায়াতেও মানুষের ভোগান্তি বেড়েছে। পানিতে ভেসে গেছে ফসলে মাঠ, সবজিখেত ও মাছের খামার। এতে অনেক খামারি ও কৃষক নিঃস্ব হয়ে পড়েছেন। 

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, বন্যায় উপজেলার জারিয়া,ধলামূলগাঁও ও ঘাগড়া ইউনিয়নের ২ হাজার ১শ’ হেক্টর জমির আমন ফসল ও ২শ’ ৩০ হেক্টর জমির সবজি তলিয়ে গেছে।



উপজেলা প্রক্ল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, পানিবন্দি ৩টি ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষের জন্য ৬টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে জারিয়া ইউনিয়নের জামিয়া ইসলামীয়া জারিয়া-নাটেরকোনা মাদ্রাসা ও নাটেরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে ১৯টি পরিবার। উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হচ্ছে ত্রাণ সমাগ্রী।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মফিজুল হক জানান, বন্যার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে উপজেলার জারিয়া ও ধলামূলগাঁও ইউনিয়নের ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান।



উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, বন্যা পরিস্থিতির যতেষ্ট উন্নতি হয়েছে।বন্যাকবলিত এলাকায় সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ তৎপরতা পুরোদমে চলছে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান জানান,কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে নেত্রকোনার কংস নদের পানি বৃদ্ধি পেলেও সোমবার বিকাল থেকে নদের জারিয়া পয়েন্টে পানি বিপদ সীমার ২০ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি না হলে আশাকরি পানি কমতে থাকবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন