বাংলাদেশকে ১০০ কোটি ডলার ‘ঋণ’ সহায়তা দেওয়ার আশ্বাস বিশ্বব্যাংকের - web.purbakantho

শিরোনাম :

বাংলাদেশকে ১০০ কোটি ডলার ‘ঋণ’ সহায়তা দেওয়ার আশ্বাস বিশ্বব্যাংকের

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক খাতে তারল্য নিরসনে বিশ্বব্যাংকের কাছে ঋণ সহায়তা চেয়েছে সরকার।, পাশাপাশি আর্থিক খাত সংস্কার এবং বাজেট সহায়তা হিসাবে ঋণ চাওয়া হয়েছে সংস্থাটির কাছে। 

মঙ্গলবার বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক ম্যাথিও এ ভার্জিনসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।, 

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, সংস্থার সঙ্গে একটি ইতিবাচক আলোচনা হয়েছে।  তারা বাংলাদেশকে অর্থনৈতিক খাতের সংস্কার এবং বাজেট সহায়তা করবে। ‘তবে সবকিছুই যাতে সহজ এবং বাস্তবায়নযোগ্য হয় এমনটাই আলোচনা হয়েছে যোগ করেন অর্থ উপদেষ্টা।,


বৈঠক সূত্র জানায়, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণসহায়তা নিয়ে আলোচনা হয়েছে বিশ্বব্যাংকের সঙ্গে।, এর মধ্যে পলিসি বেসড ঋণ ৭৫ কোটি ডলার এবং ইনভেস্টমেন্ট ঋণ ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ২৫ কোটি ডলারের সহায়তা দেওয়া হবে।


বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের একটি বড় দাতাগোষ্ঠী। তাদের সঙ্গে ঋণ সহায়তা নিয়ে যে আলোচনা হয়েছে তা এ বছর কিছু ছাড় দেবে, ‘বাকিটা আগামী বছর আলোচনা হবে।,’ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন