গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা ॥ ময়মনসিংহের গৌরীপুরে মোটরসাইকেলের ধাক্কায় স্বপন কুমার রাহা (৬৬) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৭সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে নয়টায় উপজেলা সদরের কালীপুর দৈনিক বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্বপন কুমার পেশায় একজন চা-দোকানী। তাঁর বাড়ি উপজেলা সদরের বাগানবাড়ি এলাকায়।,
স্থানীয়রা জানান, স্বপন কুমার দীর্ঘদিন যাবৎ কালীপুর দৈনিক বাজারে চা বিক্রি করে আসছিলেন।, শুক্রবার রাত সাড়ে নয়টা দিকে তিনি চায়ের দোকান থেকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।,
স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।,
গৌরীপুর থানার অফিসার এন চার্জ (ওসি) মীর্জা মাজহারুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।,’


Translate
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন