শফিকুল আলম শাহীন : ইজারাবিহীন বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নেত্রকোনার পূর্বধলায় আব্দুল কাদির (২৮) নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় প্রায় ৪হাজার ৩শ’ঘনফুট বালু জব্দ করা হয় ও জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার জারিয়া এলাকায় কংস নদীর বালু ঘােেট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসানের নেতৃত্বে যৌথবাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত আব্দুল কাদির নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান জানান,আইনী জটিলতায় দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পাঁচটি বালু মহাল দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে। কিন্তু বালু ব্যবসায়ীরা রাতের আঁধারে সোমেশ্বরী নদী থেকে বিপুল পরিমাণ বালু উত্তোলন করে পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় স্তুপ করে রাখে। আর সেই বালু অধিকমূল্যে বিক্রি করে।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাসদস্যদের নিয়ে এসব এলাকায় অভিযান চালিয়ে একজন বালু ব্যবসায়ীকে আটক ও প্রায় ৪হাজার ৩শ’ঘনফুট বালু জব্দ করা হয়।
পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বালু ব্যবসায়ী আব্দুল কাদিরকে নগদ ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এবং জব্দকৃত বালু ভ্যাট আইটিসহ ৪লক্ষ ৩৮ হাজার ৭শ’৫০টাকা উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।


Translate
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন