বৈষম্যবেিরাধী আন্দোলনে নিহত দুর্গাপুরের ৪ পরিবারকে আর্থিক সহায়তা - web.purbakantho

শিরোনাম :

বৈষম্যবেিরাধী আন্দোলনে নিহত দুর্গাপুরের ৪ পরিবারকে আর্থিক সহায়তা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বৈষম্যবেিরাধী আন্দোলনে ঢাকায় নিহত হওয়া নেত্রকোনার দুর্গাপুরের চার পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতবিার (২২ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে নিহত প্রত্যকে পরবিাররে হাতে ২৫ হাজার টাকার চকে তুলে দেন ইউএনও এম. রকিবুল হাসান। 

এ সময় উপস্থতি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসনে তালুকদার, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, মো. রিয়াদ হাসান, জহিরুল ইসলাম, ‘রেদোয়ান প্রমুখ।,


ঢাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে দুর্গাপুরের চারজন মারা গেছেন। তারা হলেন, দুর্গাপুর পৌরশহরের দক্ষিণপাড়া এলাকার উমর ফারুক (শিক্ষার্থী), উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পুর্ব বাকলজোড়া গ্রামের জাকির হোসেন (শ্রমিক), সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের মাসুম বিল্লাহ (শ্রমিক) এবং বিরিশিরি ইউনিয়নের বাড়ইকান্দি গ্রামের সাদেকুল ইসলাম সেকুল (প্রবাসী)। ‘আর্থিক সহায়তার চেক নিতে এসে কান্নায় ভেঙে পড়েন নিহতের আত্মীয়রা।,


দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকায় মারা যাওয়া চারজন পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ইতোমধ্যে গুরুতর আহত অন্য দুই পরিবারকেও নগদ ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্যদেরও সরকারি সহায়তার আওতায় আনা হবে।,’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন