শফিকুল আলম শাহীন: ইজারাবিহীন বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় নেত্রকোনার পূর্বধলায় ১৩ ট্রাক বালু জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা।
আজ মঙ্গলবার বিকালে জব্দকৃত ঐ ১৩ ট্রাক বালুর মধ্যে ১০ট্রাক বালু উন্মুক্ত নিলামে ২লক্ষ ৯০ হাজার টাকায় বিক্রি করা হয়।
এর আগে গত সোমবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার বাড়হা বোর্ড বাজার নামক স্থান থেকে সেনা সদস্যরা ঐ বালু জব্দ করেন।
সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গলের অধিনে পূর্বধলা ক্যাম্পের দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মোঃ শহিদুল উল্লাহ ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে একদল সেনা সদস্য এ অভিযান পরিচালনা করেন। পরে জব্দকৃত ১৩ট্রাক বালুর মধ্যে অবৈধভাবে উত্তোলনকৃত ১০ট্রাক বালু নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উন্মুক্ত নিলামে বিক্রি করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন আখতার জানান, ইজারাবিহীন বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ২০২৩ (সংশোধিত) বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জব্দকৃত ১৩ট্রা বালুর মধ্যে ১০ট্রাক বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। এর মধ্যে ৩ট্রাক বালু দুর্গাপুর থেকে উন্মুক্ত নিলামে ক্রয়করার বৈধ কাগজপত্র থাকায় জব্দকৃতবালুসহ ট্রাক তিনটি ছেড়ে দেওয়া হয়।
সেনা ক্যাম্পের দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার শহিদুল উল্লাহ ভূইয়া আরও জানান, তাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং দেশের সম্পদ লুণ্ঠনকারীদের সেনাবাহিনী ছাড় দেবে না।
প্রসঙ্গত : আইনী জটিলতায় দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পাঁচটি বালু মহাল দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে। কিন্তু রাতের আঁধারে সোমেশ্বরী নদী থেকে বিপুল পরিমাণ বালু উত্তোলন করে উপজেলার বিভিন্ন এলাকায় স্তুপ করে রাখা হয়। আর সেই বালু অধিকমূল্যে বিক্রি করা হয়।


Translate
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন